আমার খাওয়া এখনো পর্যন্ত সবথেকে ভালো বিরিয়ানি
বিবাহ বার্ষিকী উপলক্ষে গিন্নি কে নিয়ে খেতে গেছিলাম আমিনিয়া তে। আমি নিয়েছিলাম মটন বিরিয়ানি আর আমার স্ত্রী নিয়েছিল চিকেন বিরিয়ানি , মটন এর সাইজ ছিল ঠিক হাতের একটা পাঞ্জা যত টা বোরো হয় ঠিক ততো টা। এবং স্বাদ ছিল অতুলনীয় অন্তত আমার কাছে। ছোট বড়ো অনেক দোকানের বিরিয়ানি খেয়েছি কিন্তু এই আমিনিয়া আমাকে বার বার টানে।
Location - Aminia, Serampore (Hooghly)